Add caption |
Saturday, October 26, 2013
Thursday, October 24, 2013
বন্ধুঘর পাঠাগারের দুই বছর পূর্তি উৎযাপন
ডেস্ক রিপোর্ট : বন্ধুঘর পাঠাগারের দুই বছর পূর্তি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ আনন্দ
অনুষ্ঠান, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার
চতুর্থ দিন ঝিনাইগাতীর লয়খায় বিপুল সংখ্যক দর্শক শ্রোতার অংশগ্রহণে শুরু হয়
অনুষ্ঠান। এতে আকর্ষণীয় দর্শক পর্বসহ ছাত্রদের মেধা বিকাশে আয়োজন করা হয়
কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া
হয় পুরস্কার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদের মেধা বিকাশে এ ধরনের সৃজনশীল আয়োজন খুবই
জরুরি। বন্ধুঘর পাঠাগারের এ আয়োজন ছাত্রদের সুন্দর ভবিষ্যত তৈরিতে সহায়ক
ভূমিকা পালন করবে।
Wednesday, August 14, 2013
Sunday, July 28, 2013
আসুন একটি হাতকে শক্তিশালী করি
অজপাড়া একটি ইউনিয়নের নাম হাতিবান্দা। এটি শেরপুর জেলায় ঝিনাইগাতী থানায়
অবস্থিত। শিক্ষা উন্নতিতে অনেক পিছিয়ে। অবহেলিত এ অঞ্চলের শিক্ষা ও সামাজ
উন্নতিতে কয়েকজন স্বপ্নবান তরুণ কাজ করছে। একটি পাঠাগারের মাধ্যমে তাদের
কাজের সূচনা। এরপর ধীরে ধীরে তারা অনেক কিছুই করেছেন। প্রথমে বই পড়া, এরপর
স্কুল মাদরাসায় বিভিন্ন জ্ঞানবৃদ্ধিমূলক প্রতিযোগিতা, উৎসাহ উদ্দিপনার
মাধ্যমে নিরলস চেষ্টা করে যাচ্ছেন।
পাশাপাশি গরিবদের মধ্যে ঈদের কাপড় বিতরণ, গাছের চারা বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে
বই দিয়ে আসাসহ নানারকম কার্যক্রম পরিচালিত হচ্ছে পাঠাগারটি থেকে।
Tuesday, July 2, 2013
বন্ধুঘরের মেধা উৎসবের কিছু ছবি আপডেট
বন্ধুঘর ডেস্ক : গত বছর বিপুল সমারোহে বন্ধুঘরের উদ্যোগে মেধা উৎসব
অনুষ্ঠিত হয়েছে। এতে কুইজসহ মোট ১০ টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব
প্রতিযোগিতায় শেরপুর জেলার প্রায় ২০০ ছাত্র ছাত্রী অংশ নেয়। দিনশেষে তাদের
হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিগণ।
অনুষ্ঠানে
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম
ওয়ারেজ নাঈম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদশা, ঢাকার
যুবউন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক, আলহাজ আবদুল মোমেন, শেরপুর
জেলা টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন শেরপুর
এর সভাপতি, কাকন রেজা, শিকড়
সাহিত্য মাহফিল মোমেনশাহীর প্রতিষ্ঠাতা লাবীব আবদুল্লাহ, হাতিবান্দা
ইউনিয়ন চেয়ারম্যার মোঃ নাসির উদ্দিন, বার্তা
২৪ ডটনেট এর সহ সম্পাদক জহির উদ্দিন বাবর, ইসলাম বার্তার সম্পাদক গাজী
মুহাম্মদ সানাউল্লাহ, মাসিক পাথেয়'র সহকারী সম্পাদক মাসউদুল কাদির,
কবি ও গল্পকার সাইফ সিরাজ প্রমুখ।
Monday, March 18, 2013
আমাদের কাধে ঋণের বোঝা
আরিফুল ইসলাম : গত মার্চে (২মার্চ ১২) অনুষ্ঠিত মেধা উৎসবে এসে প্রধান অতিথি ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা আমাদের পাঠাগারে নিয়মিত একটি পত্রিকা দেয়ার কথা শিকার করেন। সেই অনুযায়ী তার দেয়া দৈনিক আমার দেশ নিয়মিত ৭ মাস রাখা হয়। কিন্তু ঘটনাচক্রে সেই টাকা আর উদ্ধার করা যায় নি।
Monday, March 11, 2013
স্বপ্নচারীর বৃত্তি পাচ্ছে বন্ধুঘরের তিন মেধাবী
সৃষ্টিশীল তরুণ্যের স্বপ্নের সংগঠন স্বপ্নচারী। হতাশায় আলোর বীজ বোনা আর সেই বীজ থেকে সুইয়ের ফোরের মতো চারা গাজিয়ে তোলাই এ সংগঠনের লক্ষ্য। ক'জন স্বপ্নবান তরুণের হাত ধরে সেটি চলছে জোর গতিতে। ইতোমধ্যেই সারাদেশের মানুষকে বই পড়ানোর কাজে এসেছে যথেষ্ট সফলতা। তার সঙ্গে সম্প্রতি যোগ হল দেশের এতিম গরিব ও সুবিধাবঞ্চিত মেধাবী শিশুদের বৃত্তি প্রদান। গত শুক্রবার (৮মার্চ১৩) ঢাকার সীমান্তবর্তী জেলা শেরপুরের তিনজন ছাত্র/ছাত্রীর পুরো ১ বছরের খরচের দায়িত্ব নেয়ার মাধ্যমে চালু হয় এই কার্যক্রম।
Monday, November 19, 2012
বন্ধুঘরের সাহিত্য সাময়িকি প্রকাশ
বন্ধুঘর ডেস্ক : বন্ধুঘরের বন্ধুদের সাহিত্য চর্চা, মমনেন উন্নয়ন ও মেধার বিকাশের জন্য ঘরকুটুম নামে একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। ১৬ পৃষ্টার এ ম্যাগাজিনটির উপদেষ্টা হিসাবে রয়েছেন, শহিদুর রহমান মাস্টার, শাশ্বত মনির, শাহিন মিয়া ও মিজানুর রহমান লিটন। উপদেষ্টা সম্পাদক লাবীব আবদুল্রাহ ও সম্পাদক হিসাবে আছেন, তরুণ ছড়াকার ও গদ্যশিল্পী রোকন রাইয়ান। এছাড়াও একঝাক তরুণ লিখিয়ে বন্ধু রয়েছেন এর সাথে।
নভেম্বর ১২ সংখ্যার প্রচ্ছদ লিখেছেন আলী হাসান তৈয়ব ও আবিদ আনজুম। রয়েছে দুটি গল্প ও ছড়া। একগুচ্ছ বিষেশ ছড়া লিখেছেন ছড়ার রাজা জগলুল হায়দার। রয়েছে ছোটদের রচনাও। সব মিলিয়ে দৃষ্টি নন্দন পুরো আয়োজন। ঘরকুটুমের ২য় সংখ্যা প্রকাশ হবে ডিসেম্বরে...
কেউ নিয়মিত পত্রিকা পেতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৭১৭৮৩১৯৩৭
Subscribe to:
Posts (Atom)