বন্ধুঘর ডেস্ক : বন্ধুঘরের বন্ধুদের সাহিত্য চর্চা, মমনেন উন্নয়ন ও মেধার বিকাশের জন্য ঘরকুটুম নামে একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। ১৬ পৃষ্টার এ ম্যাগাজিনটির উপদেষ্টা হিসাবে রয়েছেন, শহিদুর রহমান মাস্টার, শাশ্বত মনির, শাহিন মিয়া ও মিজানুর রহমান লিটন। উপদেষ্টা সম্পাদক লাবীব আবদুল্রাহ ও সম্পাদক হিসাবে আছেন, তরুণ ছড়াকার ও গদ্যশিল্পী রোকন রাইয়ান। এছাড়াও একঝাক তরুণ লিখিয়ে বন্ধু রয়েছেন এর সাথে।
নভেম্বর ১২ সংখ্যার প্রচ্ছদ লিখেছেন আলী হাসান তৈয়ব ও আবিদ আনজুম। রয়েছে দুটি গল্প ও ছড়া। একগুচ্ছ বিষেশ ছড়া লিখেছেন ছড়ার রাজা জগলুল হায়দার। রয়েছে ছোটদের রচনাও। সব মিলিয়ে দৃষ্টি নন্দন পুরো আয়োজন। ঘরকুটুমের ২য় সংখ্যা প্রকাশ হবে ডিসেম্বরে...
কেউ নিয়মিত পত্রিকা পেতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৭১৭৮৩১৯৩৭
No comments:
Post a Comment
ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ