Saturday, November 10, 2012

ছোটদের জন্য বই

 বন্ধুঘর ডেস্ক : শিশুদের জন্য সম্প্রতি ৩০ টি বই কেনা হয়েছে। পাঠাগারের পড়ুয়ারা ছাড়াও সবাই যাতে বই পড়ে সে লক্ষ্যে সচেতনতা সৃস্টির জন্য বন্ধুফোরাম সদস্যরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসছেন বাড়ির সদস্যদের। সেই তালিকায় ছোটরাও রয়েছে। তাদের চাহিদা পূরণ করতেই বইগুলো কেনা হয়। ফোর কালার আর্টসহ এই বইগুলো গল্প, কার্টুন, ছড়া ও উপদেশ মুলক । ছোটরা দেখে আনন্দ পাবে। সেই সাথে পড়তেও পাবে আনন্দ।

No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ