Sunday, July 28, 2013

আসুন একটি হাতকে শক্তিশালী করি

অজপাড়া একটি ইউনিয়নের নাম হাতিবান্দা। এটি শেরপুর জেলায় ঝিনাইগাতী থানায় অবস্থিত। শিক্ষা উন্নতিতে অনেক পিছিয়ে। অবহেলিত এ অঞ্চলের শিক্ষা ও সামাজ উন্নতিতে কয়েকজন স্বপ্নবান তরুণ কাজ করছে। একটি পাঠাগারের মাধ্যমে তাদের কাজের সূচনা। এরপর ধীরে ধীরে তারা অনেক কিছুই করেছেন। প্রথমে বই পড়া, এরপর স্কুল মাদরাসায় বিভিন্ন জ্ঞানবৃদ্ধিমূলক প্রতিযোগিতা, উৎসাহ উদ্দিপনার মাধ্যমে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি গরিবদের মধ্যে ঈদের কাপড় বিতরণ, গাছের চারা বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসাসহ নানারকম কার্যক্রম পরিচালিত হচ্ছে পাঠাগারটি থেকে।

তবে এর সঙ্গে বিত্তবান কেউ জড়িত না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ইদানিং। প্রথমে শুরু করা ২০০ বই সবার পড়া শেষ। তাদের নতুন বই দরকার কিন্তু কর্তৃক্ষের অধিকাংশই ছাত্র হওয়ায় তাদের পক্ষে সম্ভব হচ্ছে না নতুন বই কেনা। আমরা ইচ্ছে করলেই পারি এমন একটি পাঠাগারকে দাঁড় করিয়ে দিতে।
আসুন স্বপ্ন তো সবাই দেখি, কিন্তু সবাই তো কাজ করতে পারি না। এই পাঠাগারটির পাশে থেকে আমরাও একটি এলাকা উন্নয়নে শরীক হই।

পাঠাগারটি এ পর্যন্ত যা করেছে-
# হাতিবান্দা ইউনিয়নের ৫টি গ্রামের মানুষকে বই পড়ানো, উদ্বুদ্ধ করা
# রোজার ঈদে শিশুদের নতুন কাপড় বিতরণ
# গরিব দুঃখীদের নিয়ে ইফতার
# তিনজন ছাত্র/ছাত্রীকে এক বছর পড়ালেখার খরচ দেয়া (চলতি শিক্ষাবছর)
# স্কুলের ছাত্র/ছাত্রীদের প্রাইভেটের মাধ্যমে কুরআন শিক্ষার ব্যবস্থা
# শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন
# কম্পিউটার শিক্ষার ব্যবস্থা

পাঠাগারটির মাসপ্রতি খরচ
# ঘর ভাড়া : ৩০০
# দৈনিক পত্রিকা : ২৭০
# গ্রন্থাগারিক ভাতা : ৫০০

যেভাবে সাহায্য করতে পারেন
# আপনার জমানো পুরনো বই দিতে পারেন
# নতুন বই কিনে দিতে পারেন
# বই কেনার টাকা দিতে পারেন
# গরীবদের শিক্ষা সহায়তা করতে পারেন

যোগাযোগ
০১৭১৭-৮৩১৯৩৭

No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ