Wednesday, September 5, 2012

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও কাপড় বিতরণ করল বন্ধুঘর পাঠাগার

গত ১৮ আগস্ট লয়খা নতুন বাজারে গরিব-এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও কাপড় বিতরণের আয়োজন করে বন্ধুঘর পাঠাগারএতে এলাকার প্রায় ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়মোট ২৬ জন শিশুকে ঈদের নতুন কাপড় দেয়া হয়ঈদের নতুন কাপড় পেযে এসব সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে মেতে উঠে

বন্ধুঘরের প্রতিষ্ঠাতা রোকন রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ শহিদুর রহমানতিনি তার বক্তৃতায় বলেন, আমাদের এলাকাতে নিম্মশ্রেণীর মানুষদের বসবাসএখানে মানুষরা ঈদের দিনেও নতুন কাপড় পায় নামিষ্টি কিছু খেতে পারে নাতাদের জন্য বন্ধুঘরের এ আয়োজন এক অনন্য আয়োজনএর ধারাবাহিকতা যেন বজায় থাকে তার জন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থস্টার স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান লিটন, সহকারী শিক্ষক, লিয়াকত আলী, জয়নাল আবেদিন, শাহিনুর রহমান শিমুল, মাসউদুর রহমান, ওমর ফারুক ও হাফেজ নূর মোহাম্মদ প্রমুখ


No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ