Wednesday, April 18, 2012

নতুন বই দরকার



বন্ধুঘর পাঠাগারের নিয়মিত পথ চলায় ৭ মাস অতিক্রম করে ৮ মাসে পা দিয়েছে। এ পর্যন্ত আমরা ৪৫ জন সদস্য (২০টাকা ফি সহ) পেয়েছি। যাদের সবাই ছাত্র। বয়সে তরুন। ভবিষ্যতে দেশের জন্য উজ্জ্বল কিছু করার মানসিকতা তাদের ভেতর প্রকট। পাঠাগারের দিক নির্দেশনা মূলক বইগুলো এদেরকে সেই পথই দেখাচ্ছে বলে আমাদের বিশ্বাস। কারণ বই আলোকিত করে মানুষকে। সমাজকে। আমাদের এই ৪৫ জন সদস্যের সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। বই নিচ্ছেন। পেপার পড়ে সময়কে জানছেন। পাঠাগারে দুটি দৈনিক পত্রিকা রাখা হয়। এ ছাড়াও বিভিন্ন মাসিক সাময়িকসহ নিয়মিত চাকরির পত্রিকা আসে। আসে কারেণ্ট ওয়ার্লড। এখন এলাকার তরুণদের অবহেলিত সময় কাটে এসবেই।

এ পর্যন্ত পাঠাগারের পক্ষ থেকে দুইটি অনুষ্ঠান করা হয়েছে। গত ডিসেম্বরে পাঠাগারের পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়। এতে আশপাশের ৮ এলাকা অংশ গ্রহণ করে। বিজয়ী ক্রেস্ট পুরস্কার দেয়া হয়।

মার্চের ২ তারিখে পাঠাগারের উদ্যোগে হয়ে গেল ১ম মেধা উতসব। এতে ১০ টি প্রতিযোগিতায় ৭০ জন মেধাবিকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশে সাবেক পরিচালক আলহাজ আবদুল মোমেনসহ উপজেলা চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠাগারের উদ্যোক্তা ক'জন তরুণ হওয়ায় এর বর্তমান চাহিদা কিছুটা অনুকূলে রয়েছে। প্রথমত ১০০ বই দিয়ে শুরু হয় এ পাঠাগার। পড়ে সৌদি প্রবাসী এক ব্বন্ধুর সহযোগিতায় যোগ হয় আরো ৪০ টি বই। সব মিলিয়ে পাঠাগারের সব বই-ই এখন পড়া শেষ পাঠকদের। তারা তাগিদ দিচ্ছেন নতুন বই ওঠানোর। আমরা সাধ্য মতো চেষ্টা করছি... তবে আমাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি জ্ঞান বিস্তারে সহায়ক কিছু বই দিয়ে পাঠাগারকে সমৃদ্ধ করবেন আমাদের শুভাকাঙ্ক্ষিগণ...

আমাদের সাথে যোগাযোগ

বন্ধুঘর পাঠাগার

লয়খা নতুন বাজার, ধিয়ারপার, শ্রিবরদী, শেরপুর।

০১৭১৭৮৩১৯৩৭, ০১৯১৭২৬২৪৩১

2 comments:

  1. I tried to call your contact numbers but couldn't reach. Can you please give me your number in the following email address ashraf_mb@yahoo.com

    ReplyDelete
  2. আপনাদের এ মহান সাধনা সফল হোক.

    ReplyDelete

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ