Sunday, September 30, 2012

বন্ধুঘর বন্ধু ফোরাম গঠিত

বন্ধুঘরের প্রস্তাবিত কার্যক্রমকে সফল ও বেগবান করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত হয়েছে ৩০ সদস্য বিশিষ্ট বন্ধু ফোরাম। সদস্যদের মধ্যে থেকে উপস্থিতির ওপর নির্ভর করে গঠন করা হয়েছে এ কমিটি। কমিটির আওতায় সামাজিক কাজসহ বন্ধুঘর হোম সার্ভিস বাস্তবায়ন, প্রোগ্রাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জনসচেতনা বৃদ্ধিতে ক্যাম্পেইন করবে। এছাড়াও পাঠাগারকে সমৃদ্ধি ও সর্বত্র বই পৌঁছানোর লক্ষ্যে মাসিক/পাক্ষিক বৈঠক করবে। কেউ বিনা কারণে দুটি বৈঠক মিস করলে তার সদস্য পদ বাতিল করে নতুন সদস্য অন্তর্ভূক্ত করার অধিকার রাখবে ফোরাম কর্তৃপক্ষ।


সদস্য তালিকা নিন্মরূপ

 *এম সিদ্দিক আহমদ (উপদেষ্টা)
 *মুহা. লিয়াকত আলী উপদেষ্টা
*মিজানুর রহমান লিটন উপদেষ্টা

 ০১ রোকন রাইয়ান (সভাপতি)

 ০২ হাফেজ বিল্লাল হোসাইন (সহ সভাপতি)

০৩ শাহিনুর রহমান শিমুল (সহ সভাপতি)

০৪ নূর মোহাম্মদ (সহ সভাপতি)

০৫ মোহা. আরিফুল ইসলাম (মহাসচিব)

০৬ সোহানুর রহমান সোহাগ (সহ. মহাসচিব)

০৭ বিল্লাল হোসাইন ডালিম (সাধারণ সম্পাদক)

০৮ মোহা. রাসেল মিয়া (সহ সা. সম্পাদক)

০৯ মোহা. লোকমান হোসাইন (সাংগঠনিক সম্পাদক)

১০ মোহা. মাহফুজুর রহমান রনি (সহ সাং. সম্পাদক)

১১ হাফেজ মোহা. ওমর ফারুক (অর্থ সম্পাদক)

১২ নূর আলম সিদ্দিক খোকন (সহ অর্থ সম্পাদক)

১৩ মোহা. আশিক আহমেদ (প্রচার সম্পাদক)

১৪ মোহা. রুমান মিয়া (সহপ্রচার সম্পাদক)

১৫ হাফেজ আরিফুল ইসলাম (সদস্য সচিব)

১৬ মোহা. রহিম বাদশা (সহ সদস্য সচিব)

১৭ মোহা. সাইদুল ইসলাম (সদস্য)

১৮ মোহা. শামসুল হক (সদস্য)

১৯ মোহা. হেলাল মিয়া (সদস্য)

২০ মোহা. মোহসিন (সদস্য)

২১ মোহা. সোহেল রানা (সদস্য)

২২ মোহা. শফিকুল ইসলাম (সদস্য)

২৩ মোহা. শাহাদাত আলী (সদস্য)

২৪ মোহা. আরিফুল ইসলাম (সদস্য)

২৫ মোহা. মোস্তফা হোসাইন (সদস্য)

২৬ মোহা. মোখলেছ আলী (সদস্য)

২৭ মোহা. হুমায়ুন (সদস্য)

২৮ মোহা. রুবেল হুসাইন (সদস্য)

২৯ মোহা. শাহ কামাল (সদস্য)

৩০ মোহা. মঞ্জুরুল ইসলাম (সদস্য)

No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ