রোকন রাইয়ান : সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশের লক্ষে বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতীতে আগামী ০২ মার্চ দিনব্যাপী মেধা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে কুইজ, কেরাত, হামদ নাত, রচনা প্রতিযোগিতা ও বক্তৃতাসহ আটটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত মাদরাসা ও স্কুল পর্যায়ের যে কোনো ছাত্রের জন্য উন্মুক্ত থাকবে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পাঁচ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হবে।
পাঠাগার সূত্রে জানা যায়, এলাকার ছাত্র ছাত্রীদের মেধা ও সুস্থ সংস্কৃতি বিকাশে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে বন্ধুঘর পাঠাগার। পাঠাগারটি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার লয়খা গ্রামে অবস্থিত। গত বছর সেপ্টেম্বরে এটি উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এক সেমিনারের আয়োজন করেছে বন্ধুঘর।
পাঠাগার সূত্রে জানা যায়, এলাকার ছাত্র ছাত্রীদের মেধা ও সুস্থ সংস্কৃতি বিকাশে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে বন্ধুঘর পাঠাগার। পাঠাগারটি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার লয়খা গ্রামে অবস্থিত। গত বছর সেপ্টেম্বরে এটি উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এক সেমিনারের আয়োজন করেছে বন্ধুঘর।
এক নজরে প্রোগ্রাম :
সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশের লক্ষে
দিনব্যাপী 'মেধা উৎসব'
দিনব্যাপী 'মেধা উৎসব'
স্থান : লয়খা নতুন বাজার, ঝিনাইগাতী, শেরপুর, তারিখ : ০২ মার্চ ’১২
প্রতিযোগিতা শুরু : সকাল ৮ টা, সেমিনার শুরু : বিকেল ৩ টা
প্রতিযোগিতার বিষয় :
১. কুইজ
২. কেরাত
৩. হামদ/নাত
৪. রচনা প্রতিযোগিতা
বিষয় : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৫. বক্তৃতা
বিষয় : আমার প্রাণের বাংলাদেশ
৪. উপস্থিত প্রশ্নোত্তর
৫. গোপন কাগজ/ কাগজে বিভিন্ন প্রশ্ন লেখা থাকবে
যেমন : একটানে ১০ টি ফলের নাম বলো, উমুক ছড়া বলো ইত্যাদি।
৬. সুন্দর হাতের লেখা
৮. যা খুশি বলতে পারো/ ১ম থেকে ৩য় শ্রেণী
(পরিকল্পনাধীন)শেরপুরের সেরা ছাত্র সম্মাননা (স্কুল/মাদরাসা) (সর্বনিম্ন ২ জন)
শেরপুরের সেরা স্কুল/মাদরাসা সম্মাননা (২টি)
মুক্তিযুদ্ধা সম্মাননা (২ জন)
প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তীর ভিত্তিতে সেরা স্কুল/মাদরাসা সম্মাননা থাকবে
সেমিনারে আমন্ত্রিত অতিথিদের তালিকা
প্রধান অতিথি : আমিনুল ইসলাম বাদশা, চেয়ারম্যান ঝিনাইগাতী উপজেলা, শেরপুর।প্রধান মেহমান : এসএম এ ওয়ারেস নাঈম, সভাপতি ঝিনাইগাতী থানা আওয়ামিলীগ।
উদ্বোধক :
আলহাজ মো. আবদুল মোমেন, সাবেক পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
প্রতিষ্ঠাতা, রজব মায়মুনা হামিউসসুন্নাহ ইসলামিক সেন্টার বালিয়াচন্ডি শ্রীবরদি, শেরপুর।
সম্মনিত অতিথিবৃন্দ : নাসির উদ্দিন, চেয়ারম্যান, হাতিবান্দা ইউনিয়ন
আবদুল কুদ্দুস, প্রিন্সিপাল তিনানি কলেজ, শেরপুর।
কাকন রেজা, সহসভাপতি প্রেসকাব শেরপুর।
শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক, প্রেসকাব শেরপুর।
প্রধান আলোচক :
লাবীব আবদুল্লাহ, প্রতিষ্ঠাতা শিকড় সাহিত্য মাহফিল ময়মনসিংহ।
বিশেষ আলোচক :
মুফতি মাহবুবুল্লাহ, উপদেষ্টা সম্পাদক, মাসিক শিকড়, ময়মনসিংহ।
মাওলানা সিদ্দিক আহমদ, মুহমামিম, লয়খা কেরাতুল কুরআন কওমী মাদরাসা।
জহির উদ্দিন বাবর, সহ সম্পাদক বার্তা২৪ ডটনেট
গাজী মুহাম্মদ সানাউল্লাহ, বিশিষ্ট লেখক, টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব
মাসউদুল কাদির, সহকারী সম্পাদক মাসিক পাথেয়, ঢাকা
আমির ইবনে আহমদ, সম্পাদক মাসিক শিকড়, ময়মনসিংহ।
তামিম রায়হান, সম্পাদক মাসিক নবধ্বনি ও গুঞ্জন
সালাহউদ্দিন জাহাঙ্গীর, তরুণ লেখক ও কলামিস্ট
জাফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক, ফুলপুর ময়মনসিংহ।
নজরুল ইসলাম, সহকারী সম্পাদক, সাপ্তাহিক শেরপুর।
তানজিল আহমদ রিমন, প্রতিষ্ঠাতা, ফুটতে দাও ফুল, শ্রীবরদি।
স্বাগত বক্তব্য : ইঞ্জিনিয়ার কামরুল হাসান, বিএসসি ইন সিভিল, ইঞ্জিনিয়ারিং
ইউআইটিএস।
আমন্ত্রিত অতিথি :
আবুল বাসার, সাবেক মেম্বার হাতিবান্দা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড
নূরুল হক বিএসসি, প্রধান শিক্ষক, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়।
আব্দুস সাত্তার, বীর মুক্তিযুদ্ধা লয়খা।
মুফতি মুজাহিদুল ইসলাম, শিক্ষক ও খতীব, নালিতাবাড়ী শেরপুর।
মিজানুর রহমান লিটন, প্রিন্সিপাল নর্থ স্টার স্কুল তেতুলতলা।
সভাপতি : সহিদুর রহমান মাস্টার, লয়খা।
অনুষ্ঠান সমন্বয়ক : রোকন রাইয়ান
অনুষ্ঠানে বন্ধুরা আমন্ত্রিত...

This comment has been removed by the author.
ReplyDeleteঅত্যন্ত পরিশ্রম-সাপেক্ষ আয়োজন, ইনশা-আল্লাহ রাব্বে কারীম অবশ্যই কামিয়াব করবেন।
ReplyDeleteআমীন... আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আশা করি প্রবলেম হবে না...
Delete