Saturday, January 7, 2012

বন্ধুঘর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আম্পায়ারকে মেডেল পড়াচ্ছেন রোকন রাইয়ান
বন্ধুঘর ব্লগস্পট ডটকম : বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত ২ জানুয়ারি ২০১২। খেলাটি অনুষ্ঠিত হয় গোপাল খিলা ক্রিকেট একাদশ ও লয়খা ক্রিকেট একাদশের মধ্যে। খেলায় লয়খা ক্রিকেট একাদশ জয়ী হয়। তাদেরকে পাঠাগারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, বন্ধুঘর পাঠাগারের উদ্যোগে গত ০১ ডিসেম্বর শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ৬ টি দল। যাতে গোপাল খিলা ক্রিকেট একাদশ ও লয়খা ক্রিকেট একাদশ ফাইনালে উঠতে সক্ষম হয়। গত ২ জানুয়ারি ফাইনাল ম্যাচ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শামসুল হক কালু মোল্লা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাতিবান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মেম্বার জনাব আবুল বাশার, বন্ধুঘর পাঠাগারের প্রতিষ্ঠা সদস্য রোকন রাইয়ান, আরিফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ...



ট্রফি
চ্যম্পিয়ন
রানার্সআপ
ম্যান অব দ্যা ম্যাচ
ম্যান অব দ্যা সিরিজ


No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ