মঙ্গলবার, সেপ্টেম্বর 20, 2011, 1:08am-এ সময়ে Students Union For Real Freedom কর্তৃক
৯৮% তরুণ মনে করে তাদের সমাজ সেবা করা উচিত।
৩১% শহুরে তরুণ নিজ এলাকায় সমাজসেবা মূলক কাজ করে।
৩৫% তরুণ মনে করে দুনীর্তির কারণে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ন হচ্ছে।
৬% গ্রামের তরুণ নিজেদের এলাকায় সমাজসেবা মূলক কাজ করে ।
৯৫ % তরুণ নিজের এলাকা আর স্থানীয় অন্ঞলের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চায়।
৬০% তরুণ মনে করে আগামী ৫ বছরে দুর্নীতি হয়তো বা অবশ্যই আরো খারাপ হবে।
মূল্যবোধ আর উদ্বেগ:-
৩৮% তরুণ মনে করে দারিদ্র্য আর ক্ষুদার নিরসন হচ্ছে মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যের জন্য সবচাইতে গুরুত্বর্পূণ।
৭৯% তরুণ উন্নয়ন বিষয়ে আগ্রহী।
৩৩% তরুণ মনে করে যে,স্থানীয় নেতারাই তাদের কথা শুনতে পারে।
তরুণ রাজনীতি:-
৭৪% তরুণ রাজনীতিতে আগ্রহী নয়।
৩৬% তরুণ মনে করে ছাত্র রাজনীতির ফলে শিক্ষাঙ্গনে ক্ষতিকর প্রভাব পরে।
২৫% তরুণ ছাত্র রাজনীতিকে দেখে সু-দৃষ্টিতে,কিন্তু তা দলের প্রভাব মুক্ত হওয়া উচিত ।
ব্যক্তিগত জীবন:-
২০.২% তরুণ উচ্চ শিক্ষা নিতে চায়।
৪১% তরুণ বিদেশে বসবাস করতে ইচ্ছুক।কারণ-বেশি আয়,শিক্ষা এবং দেশে চাকরি স্বল্পতা।
১২% মনে করে চাকরি পাবার ক্ষেত্রে মূখ্য বিষয়।
৮৭% তরুণ সাধারণ শিক্ষা গ্রহণ করে।
৭৬% কাজ করে কৃষিতে,পরিবহনে বা উৎপাদনে।
ব্যক্তি তরুণ:-
৭৩% তরুণ-তরুনীদের মোবাইল ফোন আছে।
৮১% তরুণের মোবাইল ফোন আছে।
৬৪% তরুণীর মোবাইল ফোন আছে।
৮৫% তরুণ ইন্টারনেট ব্যবহার করে না।
*বাংলাদেশে তরুণদের ২ প্রধান আদর্শ ব্যক্তি হলেন:-
১.শেখ মুজিবর রহমান
২.কাজী নজরুল ইসলাম।
## তথ্য সূত্র:-
১.ব্রিটিশ কাউন্সিল- Youth of Bangladesh:sttus,aspiration and attitude-জরীপ।
২.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-শ্রমশক্তি জরীপ,২০০৫-২০০৬
৩.Bangladesh Leaders of Influence Survey,2007.

No comments:
Post a Comment
ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ