আকাশ যদি মাটি হতো
শূন্য হতো নদী
ছেড়ে দিতাম গদি।
নদীতে জল টয়টম্বুর
ডুবে যেতাম রোজ
কে নিত আর খোঁজ।
আকাশ যদি পাখি হতো
শূন্য রঙিন ঘুড়ি
কিংবা চাদের বুড়ি।
লাটাই হাতে সুতো কেটে
পেড়িয়ে যেতো দিন
কি যে অবাক সিন।
কিংবা আকাশ গোলাপ হতো
বাতাস ফুলের ঘ্রাণ
জুড়িয়ে যেতো প্রাণ।
রোদটা যদি জোছনা হতো
জোছনা নদীর ঢেউ
জানতো আর কেউ।
ঢেউয়ের সাথে রাতটা কেটে
জোছনালোকের ভোর
খুলতো এসে দোর।

No comments:
Post a Comment
ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ