বন্ধুঘর
খালেদ সানোয়ার
বন্ধুঘরে লেখে সবাই
হবো এবার বন্ধু
তাদের মাঝে বাস করে যে
হাজার রকম দ্বন্দ্বু।
বন্ধু কন্দু সন্ধু যে
হল সবাই ভাই
তাই না দেখে কবির ভাই
পিলে কেনো চমকায়।
ঝমকানোতে চমকানোতে
বেজায় খুশি বুবাই
তোমার হল তিস্তা নদী
আমার সুরমা খোয়াই।
মোমেনশাহীর দিল দরিয়ায়
নাই কোনো মেহমান
বন্ধু ঘরে বন্ধু হয়ে
বাড়াও গো সম্মান।
বার ওলির দেশটা এখন
পানের পিকে লাল
মোহনীয় গন্ধে ভরা
হরেক নদী খাল।
ঢাকা থেকে যেতে হলে
মহা খালি যাও
বন্ধুসভার বন্ধুঘরে
আড্ডা মেরে আও।
আমার তোমার সকল কাজে
ব্যস্ত ছেলে রোকন
তার মাথারই চালাকিতে
ধ্বংস হলো জীবন।
বন্ধুঘরে বন্ধু হয়ে
দিলাম নিলাম জান
তোমার আমার প্রেম পিরিতে
পুড়ায় তামাম নান।
নান রুটিতে শিক কাবাবে
হবে এবার বন্ধু
লেখালেখির তালে পড়ে
আমরা সবাই ছন্দু।

খালেদ ভাই, অনেক ধন্যবাদ, সুন্দর কবিতা লিখেছেন...
ReplyDelete