Saturday, September 10, 2011

বন্ধুঘর সংগঠনের উদ্যোগে শীঘ্রই উদ্বোধন হচ্ছ বন্ধুঘর পাঠাগার...

স্বপ্নের শুরু সেই ছোটবেলায়। সম্ভবত যেই সময় জন্ম নেয়া সেই কালটা অলরেডি অন্ধকারের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল। অন্ধকার দেখতে দেখতে তাই বিষিয়ে ওঠতে চেয়েছে মন। এটা সত্য অন্ধকারে মানুষ বেশিদিন টেকে না। তবে এটাও বাস্তব অন্ধকার কারো কাছে একবার ভালো লেগে গেলে তা থেকে ফিরে আসা কঠিন। এ জন্য অনেকে সমাজশুদ্ধির চেয়ে নতুন নেতৃত্ব বা বিপ্লবকে সাপোর্ট করেন।

তবে সমাজে থাকতে হলে সমাজের চিন্তা কিছু হলেও করাটা একজন ব্যক্তির দায়িত্ব। সে লক্ষেই কজন তরুণের উদ্যেগে গঠিত হয়েছে একটি সমাজ উন্নয়নমূলক সংগঠন। নাম বন্ধুঘর। ঢাকাতে এর কার্যক্রম শুরু হলেও সারা দেশে ছড়িয়ে পড়ার ইচ্ছা বন্ধুঘরের। সে লক্ষেই বন্ধুঘরের ক'জন তরুণের প্রচেষ্ঠা অব্যহত আছে দিনরাত। এরই মধ্যে ঢাকা বিভাগের শেরপুর জেলার এলাকার চাহিদামাফিক একটি পাঠাগার করার সিদ্ধান্ত নিয়েছে বন্ধুঘর। যার কার্যক্রম এরই মধ্যে ৮০ পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আগামী ক'দিনের ভেতর আনুষ্ঠানিক কাজ শুরু করবে বন্ধুঘর নামের ওই পাঠাগার।


বন্ধুঘর স্বপ্নালু কিছু তারুণ্যের প্লাটফরম। বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়ে যা নিয়মিত কাজ করে যাচ্ছে... বড় ধরনের সাপোর্ট পেলে আশা করি অনেকদুর এগিয়ে যাবে বন্ধুঘর। প্রত্যাশা থাকলো বন্ধুদের প্রতি।
 

No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ