Sunday, August 21, 2011

বৃষ্টি দিনের গান


শ্যামল গাঁয়ের আচল বেয়ে
আজ কি হঠাৎ বৃষ্টি
বৃষ্টি তো নয় জলটা যেন
খেজুর রসের মিষ্টি।


বৃষ্টি এবং মিষ্টি
আমার গাঁয়ের ইস্টি।।


রোদ-জ্বলা মাঠ ধানের শীষে
মেঘ ছুঁয়ে যায় খড়া-বিষে


হয় নতুনের সৃষ্টি
আহ অপরূপ বৃষ্টি!!

বৃষ্টি মানে বন্ধ পড়া
জল টুপ টুপ ওই
নৌকা কিবা ভেলায় চরে
নিরুদ্দেশি হই।।


বৃষ্টি এবং জল
মনের ভেতর ছড়িয়ে দেয়া
মিষ্টি কথার ছল।।

No comments:

Post a Comment

ভালো লাগা রইল... অনেক ধন্যবাদ